সিলেট বুলেটিন ডেস্ক:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২০২৪/২০২৫ অর্থ বছরের রাজস্বখাতের আওতায় বাস্তবায়িত রসুন, পাট ও রোপা আমনের প্রদর্শনীয় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া বালুর মাঠে এই মাঠ দিবস উদযাপিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন) পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনাব মোস্তফা কামাল হোসেন। জনাব মোঃ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ (প্রকল্প প্রস্তুত করন) পরিকল্পনা,প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা, এস এম রাহাত, নজরুল ইসলাম ও আজহারুল ইসলাম উপ সরকারি কর্মকর্তা.বড় কান্দি ইউপি সদস্য হারুন হাওলাদার , রফিকুল ইসলাম বেপারি ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ আব্দুস সাত্তার বলেন, কৃষকরা দেশের পরম বন্ধু। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। এসময় তারা জনসাধারণের সামনে কৃষিকাজের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সভাপতিত্বে ছিলেন জাজিরা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ওমর ফারুক ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin