দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গ্রামবাসী একাংশের উদোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় তালেব পয়েন্ট বসন্তপুর সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধনে দশম শ্রেণীর শিক্ষার্থী মোছা জামিলা বেগম বলেন,বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার সময় বসন্তপুর নিজ বাড়ি হতে আমবাড়ি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য কামাল মিয়ার ইজিবাইকে উঠার পর প্রায় ১০০ ফুট সড়ক অতিক্রম করা মাত্রই আমাকে জোরপূর্বক ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে কামাল মিয়া সুনামগঞ্জে চলে যান। পরবর্তীতে আমার অভিভাবক আমাকে লাঞ্ছিত করে ইজিবাইক থেকে নামিয়ে দেওয়ার কারণ ড্রাইভার কামাল মিয়ার কাছে জানতে চাইলে কামাল মিয়া উত্তেজিত হয়ে তার আত্মীয় আল আমিন,জুয়েল মিয়া,কালাশাহ,আবুল হোসেন গংরা কবির হোসেন, নাজমুল ইসলাম শাওন,করিমুননেছা,হুসনা বেগম,ফাহমিদা বেগমসহ ১৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি ঐ লাটিয়াল বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,গুরুত্বর আহত কবির হোসেন,দেলোয়ার হোসেন,মিজানুর রহমান,রহিম উদ্দিন,জুবায়ের হোসেন,নাজমুল হোসেন শাওন,সুহেল মিয়া,জাহেদ হোসেন,রাসেল আহমদ,মুশিবুর রহমান। অভিভাবক মকতছর আলী,আকলুছ মিয়া,ছমির উদ্দিন,নুর উদ্দিন,নিরব দাস,রনি দাস,উত্তম দাস,অপূর্ব দাস,পিয়াস দাস,সৃজন দাস,বর্ষা রাণী দাস,নীপা রাণী দাস,বিসিত চন্দ্র দাস প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin