সিলেট বুলেটিন ডেস্ক:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে "শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট" অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুলের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, "শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্মিলিত চেতনা গড়ে তোলার এক অসাধারণ প্রয়াস।"
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ.কে.এম রাকিব বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা শুধু ক্রিকেটীয় আনন্দই দিচ্ছি না, বরং শহীদ সাজিদের স্মৃতিকে আমাদের মাঝে আরও গভীরভাবে চিরন্তন করে রাখার প্রয়াস চালাচ্ছি।"
৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রতিদিন একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দলগুলো নিজেদের দক্ষতা ও ক্রীড়াচিন্তা দিয়ে সেরা হতে লড়বে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে এবং ক্যাম্পাসে ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে বলে আয়োজকরা আশাবাদী।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রিদুয়ান উল্লাহ খান, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেইন, জবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ, জবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin