শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শহীদ সাজিদ স্মরণে ৩২ দলের ক্রিকেট টুর্নামেন্ট জবিতে

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে “শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুলের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, “শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্মিলিত চেতনা গড়ে তোলার এক অসাধারণ প্রয়াস।”

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ.কে.এম রাকিব বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা শুধু ক্রিকেটীয় আনন্দই দিচ্ছি না, বরং শহীদ সাজিদের স্মৃতিকে আমাদের মাঝে আরও গভীরভাবে চিরন্তন করে রাখার প্রয়াস চালাচ্ছি।”

৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রতিদিন একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দলগুলো নিজেদের দক্ষতা ও ক্রীড়াচিন্তা দিয়ে সেরা হতে লড়বে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে এবং ক্যাম্পাসে ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে বলে আয়োজকরা আশাবাদী।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রিদুয়ান উল্লাহ খান, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেইন, জবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ, জবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ