সিলেট বুলেটিন ডেস্ক:
নীলফামারীর জলঢাকা থেকে চুরি যাওয়া অটো ভ্যান ডিমলা থেকে উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ । গতকাল রাতে জেলার জলঢাকা থানার সামন থেকে চুরি হয় অটোভ্যান টি।
নাম না বলার শর্তে চুরি যাওয়া ভ্যানের মালিক বলেন গতকাল রাতে আমি জলঢাকা থানার সামনে সড়কে ভ্যানটি রেখে থানার ভিতরে নামাজ পড়তে যাই, পরে নামাজ শেষ করে বাহিরে এসে দেখি ভ্যানটি নেই অনেক খোঁজা খুজি করার পরও যখন ভ্যানটি পেলাম না তখন থানার গেটে থাকা সিসি টিভি ফুটেজ ওসি মহোদয় কে দেখতে বললে তিনি সিসিটিভি ফুটেজ দেখে আমাকে একটি চুরি মামলা দিতে বলে তখন আমি তাৎক্ষণিক একটি চুরি মামলা দায়ের করি মামলা দায়ের করার পর ওসি মহোদয় একটি দক্ষ টিম কে ভ্যানটি উদ্ধারে মাঠে নামিয়ে দেন পরে আজকে আমার ভ্যান টি থানা পুলিশ আমার হাতে বুঝে দেয়।
এবিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি আরজু মুহাম্মদ সাজ্জাদ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন গতকাল রাতে ভুক্তভোগীর ভ্যানটি নামাজ পড়ার সময় চুরি হয়ে গেলে তিনি বিভিন্ন জায়গায় খোজা খুজি করে না পেলে থানায় এসে সিসিটিভি ফুটেজ দেখতে বললে আমরা তখন সিসিটিভি ফুটেজ দেখে চোর এবং চুরি যাওয়া ভ্যানটি সনাক্ত করে ভ্যানটি খোজার জন্য একটি দক্ষ টিম কে ভ্যান উদ্ধারে নামিয়ে দেই পরে অনেক চেষ্টার ডিমলা উপজেলা থেকে ২ জন চোর সহ চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হই।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin