সিলেট বুলেটিন ডেস্ক:
গতকাল শুক্রবার দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য রহমতের দরজা উন্মুক্ত করেন। এ উপলক্ষে সারা দেশের মসজিদ, মাজার ও বাসাবাড়িতে ইবাদত-বন্দেগিতে মগ্ন মুসল্লিদের ভিড় লক্ষ করা গেছে।
রাজধানীর মিরপুরে অবস্থিত শাহ আলী মাজারেও ছিল ভক্তদের উপচেপড়া ভিড়। হাজারো ধর্মপ্রাণ মানুষ দূর-দূরান্ত থেকে এসে মাজার প্রাঙ্গণে সমবেত হন। চোখে অশ্রু ও কণ্ঠে দোয়া নিয়ে তারা আল্লাহর রহমত ও বরকত প্রার্থনা করেন।
সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর পবিত্র মাজার সারা বছরই ভক্তদের জন্য উন্মুক্ত থাকে। তবে শবে বরাতের রাতে এ মাজারে ভক্তদের ঢল নামে। এবারের শবে বরাতেও শত শত ফকির, দরবেশ ও সুফি-সাধক এখানে সমবেত হয়ে ইবাদত-বন্দেগিতে মগ্ন হয়েছেন।
শবে বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া-মোনাজাতে কাটান। অতীতের পাপের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন।
এ উপলক্ষে সম্পূর্ণ মাজার এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বাহারি রঙের আলোকসজ্জায় মাজার ও আশপাশের এলাকা নান্দনিক রূপ পেয়েছে, যা ভক্তদের জন্য এক বিশেষ অনুভূতি তৈরি করেছে।
মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে ছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।