সিলেট বুলেটিন ডেস্ক:
রাজশাহীতে জাঁকজমক ভাবে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ ঘটিকায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি উন্মুক্ত করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, মরহুম আরাফাত রহমান কোকো অতীত কোলাকৌশল সুসংগঠিত বাংলাদেশে ভালো ক্রিকেট দল উপহার দেওয়া জন্য ক্রীড়াঙ্গনে তার নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়ারদের মনি কোঠায় চির অম্লান হয়ে থাকবেন। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজশাহীতে প্রথম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ কে দেখিয়ে দিলো নতুন পথের দিশারী নেতৃত্ব। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও আয়োজকদের ধন্যবাদ দেন তিনি।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, যুবদলের আব্দুল কাদের উৎসব ,আবুল কালাম আজাদ সুইট, জার্মানি সুমন, জাকির হোসেন রিমন, আব্দুল কাদের বকুল, সজল, আনোয়ার হোসেন উজ্জল, আবু হেনা লালটু, মহিলা দল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin