সিলেট বুলেটিন ডেস্ক::
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতেন দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহভাগ সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। রংপুরের ৬টি সংসদীয় আসনে জামায়াতের প্রাথমিকভাবে ৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটি।
শুধু মাত্র রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে ওই আসনটিতে অল্প সময়ের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাতে রংপুরের ৬টি সংসদীয় আসনে মধ্যে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী।
তিনি জানান, সারাদেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বদরগঞ্জ-তারাগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের জন্যই ওই আসনটির ফাঁকা রাখা হয়েছে। দলটির শীর্ষ এ নেতার মুক্তির দাবিতে বেশ কিছুদিন থেকে সরব জামায়াত। এর আগে বিভিন্ন সভা সমাবেশ থেকে তার মুক্তির দাবি জানিয়ে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।
আসন অনুযায়ী প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন, গংগাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে রংপুর-১ আসনে প্রার্থী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। তিনি এর আগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী পদে ছিলেন। রংপুর সদর-৩ আসনে ঘোষিত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল। পীরগাছা-কাউনিয়া রংপুর-৪ আসনের প্রার্থী রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান। মিঠাপুকুর রংপুর-৫ আসনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানীকে। এর আগে তিনি মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। রংপুর পীরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়েছে। মাওলানা মো. নুরুল আমিন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক।
রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফশিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে একটি আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin