অনলাইন ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের রহমানের বেক্সিমকো কোম্পানির ভূমি থেকে প্রকাশ্যে দিন দুপুরে জোর পৃর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রানীগাও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নূরুল আমিনের বিরুদ্ধে। শনিবার ভোর থেকে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারাজ আলী সরকার ও তার দল-বল নিয়ে নুরুল আমীন নিজে উপস্থিত থেকে বেক্সিমকো কোম্পানির ম্যানাজার কে একটি ঘরে আটকিয়ে জিম্মি করে গাছ কাটা শুরু করে। যার বাজার মূল্য আনুমানিক ২ থেকে ৩লাখ টাকা। গাছ কাটার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন বিএনপি নেতার এমন প্রকাশ্যে জোরপূর্বক গাছ কাটার ঘটনা যেমন সবাই কে হতবাক করেছে। তেমনি জন্মদিয়েছে নানা প্রশ্ন। রানীগাও ইউনিয়ন বিএনপির একাংশের দাবি দলের নাম বিক্রি করে যারা এমন কাজ করছেন সেটি অত্যন্ত নিন্দনীয় ও দলের আদর্শ এবং নীতি পরিপন্থী। তাদের দু একজনের জন্য দলের দুর্নাম দল কখনোই মেনে নিব না। এবং এমন ঘটনা দল কখন সমর্থন করে না। এ বিষয়ে কোম্পানির ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা এ ব্যাপারে একেবারে অসহায়। এ বিষয়ে কোম্পানির ঊর্ধ্বতনও কর্তৃপক্ষকে অবগত করেছি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin