জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ত্রিশ মিনিট বিলম্বে আসা এক শিক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে পড়েন।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিতে আসেন আয়শা আন্নামা নামের ওই শিক্ষার্থী, যার বাড়ি গাজীপুরে। তিনি জানান, ১২ তারিখ ঢাকায় আসি, এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেই। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে এসে এমসিকিউ প্রশ্ন সলভ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। পরে আর পরীক্ষা দিতে চাইনি।
পরীক্ষার হল থেকে তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনম জানান, আমরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেছি। দীর্ঘ ভ্রমণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে পরীক্ষা চালিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আর অংশ নিতে চাননি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin