নগরীর কালীঘাটে ইনসাফ স্টোরের গোডাউনে ও মালবাহী গাড়িতে আবার ও হামলা
সিলেট বুলেটিন ডেস্ক
নগরীর কালীঘাট ইনসাফ স্টোরের গোডাউনে ও মালবাহি গাড়িতে আবারও হামলা চালিয়েছে বেশ কয়েক জন সন্ত্রাসী,হামলায় গুরুতর আহত ২ । আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইনসাফ স্টোরের স্বত্বাধীকারী আলী নেওয়াজ জানান মামলার জন্য প্রস্ততি চলছে । উল্লেখ্য গত কয়েকদিন আগে কালীঘাট ইনসাফ স্টোরের গোডাউনে চুরি সংগঠিত হয়, চুরি হওয়া মালামাল এখনো উদ্ধার করতে পারেনি কোতয়ালী থানা পুলিশ, এরই মধ্যে আবার গোডাউনে আসা মালামাল গাড়ি, ও গাড়ির ড্রাইভারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান কালীঘাট মালিক সমিতি তথা কালীঘাটের সকল ব্যবসায়ীদের ব্যবসায়ীরা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে জানিয়েছেন সন্ত্রাসী চুরি আক্রমণ গোডাউন লুট এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্টান অচিরেই বন্ধ করতে বাধ্য হবো ।কালীঘাটের ব্যবসায়ী মালিক সমিতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন প্রশাসন সঠিক অনুসন্ধান চালালে চুরি সন্ত্রাসী ও লুট থেকে কিছুটা হলে ও রেহাই পাবে কালীঘাটের ব্যবসায়ীরা । প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন হটাৎ করে কয়েকজন লোক গাড়িটি থামিয়ে গাড়ির উপর হামলা গাড়ির গ্লাস ভাংচুর গাড়িতে থাকা লোকজন কে মারধর শুরু করে ভয়ে কেউ তাদের কে বাধা দিতে আসেননি পরে আশপাশ থেকে লোকজন জড়ো হওয়ার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। খুজঁ নিয়ে জানা যায় সন্ত্রাসীরা নামধারী ছাত্রলীগ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin