শিরোনাম
যুক্তরাজ্যে মন্ত্রীত্ব হারালেন সিলেটের রুশনারা আলী চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ হারালেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। সিলেট নগরীর কিন ব্রিজ এলাকায় প্রকাশ্যে যুবক খু ন – দোয়ারাবাজারে পুলিশ ও র্র্যাবের খাঁচায় কবির হত্যা মামলার ৪ আসামি ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জে বেপরোয়া চেরাচালান ওসির লাইনম্যান ডেভিল শামীম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করে মানিকগঞ্জে ৫০ জন পেল সনদপত্র। সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়নের ধনী টিলায় ৫ দিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসব শুরু সরকার বিরোধী ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় স্থানান্তর
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

সিলেট কিক ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল এর শিশু পরিষদ নির্বাচন অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট প্রতিনিধি:

সিলেট কিক ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলে শিশু পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে ১২ ফ্রেব্্রুয়ারী বুধবার অনুষ্ঠিত হয়েছে। ৪৮৮ শিক্ষার্থী ৪০ জন প্রার্থীর মধ্যে থেকে ১৫ জনকে নির্বাচিত করেন। সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রধান শিক্ষক মোসাম্মৎ রাফেজা খাতুন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পুরো নির্বাচনটি জাতীয় নির্বাচনের আদলে ছিল যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

ভোটগ্রহণের সময় স্কুল প্রাঙ্গণ ছিল সুসজ্জিত, লিফলেট এবং ব্যানার টানানো ছিল, নির্বাচনী প্রক্রিয়া ছিল খুবই সুশৃঙ্খল এবং প্রার্থীরা একে অপরকে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। নির্বাচিত প্রার্থীরা আশ্বাস দিয়েছেন যে, তারা শিক্ষার্থীদের সমস্যাগুলোর সমাধানে কাজ করবেন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন।

নির্বাচনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুহাম্মদ ছাইদুর রহমান জিবেব, সাধারণ সম্পাদক, সবুজ সেনা যুব সংঘ । তিনি বলেন, “শিশু ও যুব পরিষদ আমাদের দ্বারা পরিচালিত এক ধরনের সংগঠন, যা ছাত্র-ছাত্রীদের সৃজনশীল ও উদ্ভাবনী কাজ ও সামাজিক কার্যক্রমে যুক্ত করবে।” তিনি আরো যোগ করেন যে এই পরিষদ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ ও সৃজনশীলতা তৈরি করবে।

অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, এবং ইউসেপ সিলেট রিজিওনের সোস্যাল ইনক্লুশনের টিম লিডার মোঃ হাসান মাহমুদ।

ভোটগ্রহণের পর নির্বাচিত ১৫ প্রার্থী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। প্রধান শিক্ষক মোসাম্মৎ রাফেজা খাতুন জানান, এবারের নির্বাচনে ৯৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করবে এবং ভবিষ্যতে সঠিক নেতৃত্ব এবং দিক নির্দেশনা দেবে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ