রংপুর প্রতিনিধি :
রংপুর সেনা প্রয়াস পার্কে গ্রামীণ ও কুটির শিল্প মেলায় অবৈধভাবে জুয়া লটারি বন্ধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও সুশীল সমাজ।
১২ ই ফেব্রুয়ারি ২০২৫ বুধবার দুপুর ২ঃ০০ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে মেলা থেকে লটারি জুয়া যদি বন্ধ করা না হয় তাহলে রংপুরের ছাত্র জনতা ও সুশীল সমাজ দুর্বর আন্দোলন গড়ে তুলবে।
এর আগে ১০ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং সোমবার সেনা প্রয়াস পার্কে চলতি গ্রামীণ ও কুটিরশিল্প মেলায় অবৈধভাবে লটারি,হাউজি, জুয়া,ও সার্কাস এর বৈধতা বা নিউজ প্রকাশ বন্ধ করার জন্য রংপুরে কর্মরত সকল সংবাদ কর্মীদের নিমন্ত্রণ করেন মেলা প্রতিপক্ষ।
এই মেলা নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিক পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে নিউজ করেন গণমাধ্যম কর্মীরা।
এছাড়াও রংপুরের সুশীল সমাজ ব্যক্তিত্ব তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুক আইডিতে এই মেলার বিপরীত প্রতিক্রিয়া লিখেন।
তাই মেলা কতৃপক্ষ নৈশভোজ সংস্কৃতিক অনুষ্ঠানে রংপুরে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের নিমন্ত্রণ ও খামের ব্যবস্থা করছেন বলে মনে করেন সুশীল সমাজ।
রাতে দেখা গিয়েছে এই অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আসা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন পাশাপাশি রংপুরের ও দু একজন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন
বাকি সকল কর্মীরা সেখানে যাননি বিবেকের তাড়নায়।
কারণ দেখা গিয়েছে এর আগে ফ্যাসিবাদ আওয়ামী সরকার কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া ঠিক এভাবেই করেছিল।
এ বিষয়ে রংপুরের কর্মরত অনেক সংবাদ কর্মী ধিক্কার জানিয়েছেন।
স্থানীয়দের দাবি দ্রুত মেলা থেকে হাউজি জুয়া,লটারি বন্ধ করে মেলায় পরিবেশ শৃঙ্খলা বজায় রাখা জন্য।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin