গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলার একমাত্র মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা ” কেওয়া খাদিজাতুল কুবরা (রা) মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা ” শ্রীপুরের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ৯ টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রহমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, জনাব আলহাজ্ব ফারুক আহমেদ মোমতাজী সাহেব। সভাপতির আসন গ্রহণ করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুল লতিফ। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গভর্নিং বডি সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠানটির শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ।