বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বিজিবি মারিশ্যা জোন। অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকয্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিজক দোসর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোসর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্দিরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin