সিলেট বুলেটিন ডেস্ক
গাজীপুরের ঐতিহ্যবাহী "কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে" বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মালেকের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজগর হোসেন খান, রানীগঞ্জ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ বাশির উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন শিখা, সহ-সভানেত্রী নার্গিস আক্তার, সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের ক্রীড়া পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক মণ্ডলীর সরব উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় একই ক্যাম্পাসে অবস্থিত হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিপুল সংখ্যক দর্শক দিনব্যাপী মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin