সিলেট সদর অপারেশন ডেভিল হান্টে যুবদল ক্যাডার দুলাল গ্রেপ্তার।
নিউজ ডেক্স:
সিলেট সদর উপজেলা যুবলীগ ক্যাডার দুলাল (৪০)কে গ্রেপ্তার করেছে সিলেট এসএমপি শাহপরান থানা পুলিশ। ১২,ফেব্রুয়ারি বুধবার রাত অনুমান ১২,টা ৩৫ মিনিটে শাহপরান থানার অফিসার ইনচার্জ মনির হোসেন এর তথ্যবায়নে ও এ, এস, আই নাজমুল হোসেন এর নেতৃত্বে এসএমপি পুলিশের চৌকিস দুইটি টিম নগরীর সদর উপজেলা পীরের চোখ গ্রাম থেকে তার নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার থেকে শুরু হওয়া সারাদেশে ডেভিল হান্ট অভিযানে শাহপরান থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি রাত ১২,৩৫মি: সদর উপজেলার পীরের চোখ গ্রামে অভিযান চালিয়ে উপজেলা ৮,নং ওয়ার্ডের যুবলীগক্যাডার দুলালকে গ্রেপ্তার করা হয়।
দুলাল সিলেট সদর উপজেলার পীরের চোখ গ্রামের মৃত মোঃ ইব্রাহিমের ছেলে।গ্রেফতারকৃত সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট এসএমপি কতোয়ালি মডেল থানা মামলার আসামি দেখানো হয় মামলা নং জি আর ১৪/৪৯৫/ ২৪,, তাছাড়াও থত্য সূত্রে জানা যায় সিলেট এস এম পি জালালাবাদ থানায় ও মামলার এযাহারভুক্ত আসামী রয়েছেন তিনি, যার মামলা নং জি আর ৮/১৫৯/ ২৪/
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত (ওসি) মনির হোসেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin