নিজস্ব সংবাদদাতা:
জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কমিটির গত ১ ফ্রেব্রুয়ারি মেয়াদ শেষ হয়েছে। এদিকে,প্রবাসীর ভূমি দখলকারী আনোয়ার হোসেন আনুকে তড়িঘড়ি করে পুনরায় এক বছরের জন্য জাফলং বল্লাঘাট সমিতির সভাপতি করা হয়েছে।
বহিস্কৃত বিএনপি নেতা শাহ আলম স্বপন একটি গোপন বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীদের মতামত না নিয়ে স্বৈরাচারের দোসর আনোয়ার হোসেন আনুকে সভাপতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির প্রভাব খাটিয়ে আনোয়ার হোসেন আনু গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল ২য় খন্ড মৌজাস্থ লন্ডন প্রবাসী মোঃ কামাল আহমদের ৪৫ শতক ভূমি জোর পূর্বক দখলে নিয়েছেন। পরে স্বপন সিন্ডিকেটের লোকদের নিয়ে পে-লোডার ও এক্সেভেটর দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে আসছে। প্রবাসীর খালাতো ভাই ও কেয়ারটেকার আওলাদ মিয়া বাধা প্রদান করেন এবং এলাকার মুরব্বীয়ান ও আত্মীয় স্বজনকে বিষয়টি অবগত করেন। সেই সাথে জোরপূর্বক দখলকারী আনোয়ার হোসেন আনুকে ভূমি ছেড়ে দেওয়ার কথা বলেন। কিন্তু প্রবাসীর খালাতো ভাই আওলাদ মিয়ার কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
এদিকে, তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে ভূমির মালিককে প্রাণে হত্যার হুমকি প্রদান করেন এবং কেয়ারটেকারের উপর দলবদ্ধ হয়ে হামলার চেষ্টা করেন। এঘটনায় আনোয়ার হোসেন আনুকে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন কেয়ার টেকার আওলাদ মিয়া। থানার মামলা নং-২৫।
আনোয়ার হোসেন আনু প্রাক্তণ বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও প্রাক্তন মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের একান্ত কাছের লোক ছিলেন। এতো কিছুর পরও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি ।
সূত্র জানায়, আওয়ামী সরকার পরিবর্তন হলেও স্বৈরাচারের দোসর এই আনোয়ার হোসেন আনু আলোচিত-সমালোচিত পাথর খেকো চাঁদাবাজ সিন্ডিকেটের প্রধান শাহ আলম স্বপনের সাথে হাত মিলিয়ে বল্লাঘাট -জাফলংয়ে লুটপাট চালিয়ে যাচ্ছেন। এই কমিটির মেয়াদ বৃদ্ধির ফলে তাদের লুটপাট আরও শক্তিশালী হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin