সিলেট বুলেটিন ডেস্ক
সিলেটের কানাইঘাট থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৩৭ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক গাড়ী আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে থানার একদল পুলিশ পৌরসভার বায়মপুর গ্রামের সফর আলী মেম্বারের বাড়ির পাশে কানাইঘাট-শাহবাগ সড়কে ট্রাক বোঝাই ১৩৭ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাকের চালককে আটক করে। পরে পুলিশ চিনি বোঝাই ট্রাক থানায় নিয়ে আসেন। আটক ভারতীয় চিনির বাজার মূল্য ৬ লক্ষ ৮৫ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনার থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ট্রাক চালক হেলাল উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।
থানার ওসি আব্দুল আউয়াল বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন। থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এদিকে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া সহ আশপাশ গ্রামের লোকজন জানিয়েছেন, মধ্যখানে সাতবাঁক ইউনিয়নে চোরাচালান অনেকটা বন্ধ হলেও বিএনপির নেতা এক ইউপি সদস্য তার দল বল নিয়ে লোভাছড়া পাথর কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর সহ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চিনি লোভা নদী দিয়ে নৌকাযোগে এনে চরিপাড়া লোভারমুখ সুরমা ঘাটে এনে মজুদ করে রাতের বেলা ট্র্যাক্টর ও ট্রাক দিয়ে বিভিন্ন এলাকায় পাচার করছে। যার কারনে এলাকার মানুষ রাতের বেলা ট্র্যাক্টরের বিকট শব্দের কারনে ঘুমাতে পারছেন না, এ এলাকায় থানা পুলিশের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin