শিরোনাম
চুনারুঘাটে শিক্ষকের পিতাকে ধাক্কা দেয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটালো ৩ পূত্র শেরপুরের ঝিনাইগাতী মহিলা আওয়ামীলীগ নেত্রী রুপালি গ্রেপ্তার পুঠিয়ায় সহকারি শিক্ষক মনির ও তার ভাই দুই নারীকে দুর্ধর্ষ হামলা পিটিয়ে জখম চাঁপাইনবাবগঞ্জে এবার এক শিশুকে ধর্ষণের অভিযোগ তিনজনের বিরুদ্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে তিন চাঁদাবাজ গ্রেফতার চকোরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, নিহত ১ আহত ৪ ৩৬ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক।। আতিকুর রহমান  কক্সবাজার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।  পাঁচবিবির আদিবাসী পেল মুরগির খাবার ফরিদপুরে( ২) ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারী। 
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

সিলেট গোপালগঞ্জ উপজেলার শীর্ষ দুই ছএলীগ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের বাহিরে : আতংকে স্থানীয়রা।

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক রিপোর্ট :

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শীর্ষ দুই অস্ত্রধারী মাদক কারবারি মাহমুদ আহমদ (২৩) সদস্য গোলাপগঞ্জ উপজেলা ছাএলীগ সাং উওর গোলাপনগর সোনারটুল ও ঝুমন আহমেদ (২২) সহ-সাংগঠনিক সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা ছাএলীগ সাং উওর গোলাপনগর সোনারটুল এখনো গ্রেফতারের বাহিরে এ নিয়ে চলছে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়,বিগত ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে মাহমুদ ও ঝুমন এর নামে ৫ টি হত্যা মামলা সহ রয়েছে মাদক,অস্ত্র,চাঁদাবাজি, সহ প্রায় ২৫ টি মামলা।এসব মামলা থাকা সত্বেও তাদের কারাগারে যেতে হয় নি একবারও স্থানীয় সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র আমিনুল ইসলাম রাবেল এর অনুসারী হওয়ায় দিনের পর দিন এলাকায় সস্ত্রাসী রাজত্ব কায়েম করছে তারা।

স্থানীয় এলাকাবাসী বার্তা বাজার ক্রাইম প্রতিবেদককে জানান,
মাহমুদ আহমদ ও ঝুমন সিলেট জেলা গোপালগঞ্জ উপজেলার পদ-পদবীতে রয়েছে তারা দীর্ঘদিন উপজেলা গোপালগঞ্জের বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তারা গত, জুলাই গনহত্যা র সময় প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের ওপর গু লি নিক্ষেপ করেছে।

সিলেটে অন্তত ৬০ জন নিহত হয়েছে বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের গু লিতে এ ঘটনায় মাহমুদ আহমদ ও জুমন আহমেদ সরাসরি জড়িত ছিলো।

৫ তারিখ হাসিনা সরকার পতনের পর সিলেট জেলা গোপালগঞ্জ উপজেলায় অনেকগুলো মামলা হয় সেই মামলায় এজাহারভুক্ত চিহ্নিত অস্ত্রধারী সস্ত্রাসী মাহমুদ আহমদ ও জুমন আহমেদ এর নাম রয়েছে। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো তারা প্রক্যশো ঘুরাফেরা করছে যা স্থানীয় এলাকাবাসীর হুমকি আশংকা জনক হিসেবে দেখছেন এলাকাবাসী জানান তাদের থেকে প্রশাসন অস্ত্র উদ্ধার না করলে আমরা নিরাপদ নয়।

এলাকার গনমান্য কয়েকজন ব্যাক্তি জানান,মাহমুদ ও জুমন দুইজনেই কেবল অপরাধের সাথে জড়িত তাদের কাছে অস্ত্র রয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব মাহমুদ, ঝুমনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের অস্ত্রগুলা উদ্ধার করার জন্য।

গোলাপগঞ্জ উপজেলা পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল এর বিস্তত অনুসারী হওয়ায় মাহমুদ ও ঝুমন তাদের সস্ত্রাসী আদিপত্য বিস্তার করত। মোটরসাইকেল গুন্ডাবাহিনী নামে এলাকায় পরিচিত ছিলো।গোলাপগঞ্জ তাদের থানা নিয়তন্ত্রে থাকায় উপজেলা জুড়ে অপরাধের আখড়া বানিয়েছিলো তারা। তখন থানার পুলিশ তাদের গ্রেফতার করে নি আওয়য়মীলীগের কারনে কিন্তু এখনো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা তাদের অপরাধ চলমান রেখেছে। এলাকাবাসী ক্ষুদ হয়ে জানান ২৫ টা এজাহার ভুক্ত আসামি কেনো কারাগারে নয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানায় জানানো হলে তারা জানান অপরাধী কে গ্রেফতারের প্রক্রিয়া চলছে খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ