নীলফামারী প্রতিনিধি::
লফামারী জেলা ডিমলা উপজেলার ঝুনাগা চাপানি ৪ নং ওয়ার্ডে কাকড়াবাজার সংলগ্ন চলছে অবৈধ বেকুগাড়ি দিয়ে মাটি উত্তোলনের মহা উৎসব। এ যেন দেখার কেউ নেই, দিনে রাতে গাড়ি চলাচল করতেছে ১৫ থেকে ২০ টি গভীরত খনন করে চলছে মাটি খননের কাজ। সাদিকুল এবং আরিফুলের নির্দেশে চলছে এই অবৈধ ট্রাক্টর গাড়ি গুলো।
এবং সচেতন মহল বলতেছেন যে মেইন রোডের সাথে যে পুকুরটি রয়েছে সেই পুকুর আগের এই ১৫ থেকে ২০ ফিট গভীর করা আছে। কিন্তু সে পুকুরটি যদি আবারো গভীর খনন করা হয় তাহলে আপনারা বলেন এটা আর পুকুর থাকতেছে না এটা হবে বঙ্গোপসাগর এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে,এবং চতুর্দিকেই বাড়ি গুলো ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে
বলে জানান এলাকাবাসী বিষয়টি নিয়ে ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি জানিয়েছেন আমি দেখতেছি। কিন্তু গতকালকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ডিমলা উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে কিন্তু তারা কোন পদক্ষেপ এ পর্যন্ত নেয়নি, অবৈধ ট্রাক্টর গাড়ি বেকু চলমান রয়েছে এখনো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin