সিলেটে তিন গ্রামের সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে রুমি রানী দেব নামের এক নারী নিহতের মামলায় হাফিজুর নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বেলা ১টা ৪০ মিনিটের সময় সিলেট মহানগরীর জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুল ইনাতাবাদ গ্রামের হাছন আলীর ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ধাক্কা লাগা নিয়ে তেমুখী পয়েন্টে জালালাবাদ থানাধীন অনন্তপুর, কুমারগাঁও ও ইনাতাবাদ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হন রুমি রানী দেব নামের এক নারী গুরুতর আহত হন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin