বগুড়ায় উউগ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি। ব
গুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ হতে বগুড়াগামী বিআরটিসি পরিবহণে যাত্রীবেশে একজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এর উদ্দেেেশ্য মাদকদ্রব্য হেরোইন বহন করিয়া নিয়ে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ ১৪.১০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি আভিযানিক দল বগুড়া জেলার বগুড়া জেলার কাহালু থানাধীন মুরইল ইউনিয়নের সমন্তাহার পোড়াপাড়া গ্রামস্থ তুহিন ফিলিং স্টেশন এর সামনে নওগাঁ টু বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোছাঃ জাকিয়া বেগম@ তাসলিমা(২৫), পিতা-মোঃ জাহিদ আলী, মাতা-মোছাঃ নার্গিস বেগম, স্থায়ী ঠিকানা-সাং- নওহাটা দাদপুর, থানা-পবা, জেলা-রাজশাহী, বর্তমান ঠিকানা- সাং-গোদাগাড়ী (কার্বের অফিসের সামনে), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী”কে ১৮৪(একশত চুরাশি) গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ আটক করা হয়। উল্লেখিত উদ্ধারকৃত মাদকদ্রব্য হেরোইন ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এই সাহসী অভিযান আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin