শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ১৯৮ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাজবাড়ী জেলা  প্রতিনিধি ::

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শহরস্থ কৃষিফার্ম সংলগ্ন কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের বাড়ীর আম্রকাননে আগামী ২৫ ফেব্রুয়ারী সাহিত্য উন্নয়ন পরিষদের ৩০তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৭ফেব্রুয়ারী) বিকালে সাহিত্য উন্নয়ন পরিষদের সভায় বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেনের উপস্থাপনায় সভায় সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, সাহিত্য উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ও পাংশা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম ও সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় সাহিত্য উন্নয়ন পরিষদের মুখপত্র ‘নীল সবুজের ঢেউ’ ম্যাগাজিন প্রকাশের অগ্রগতি এবং বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ২৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য লেখক-লেখিকাদের প্রয়োজনে পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের মোবাইল নং ০১৯১৭-০৫৬৪৭৩ এবং পরিষদের পৃষ্ঠপোষক অধ্যাপক মো. সহিদুর রহমানের মোবাইল নং ০১৮১৮-৩৪১৪৪৯ তে যোগাযোগ এবং লেখক-লেখিকাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কর্মসূচির সফলতায় সহযোগিতা ও পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে কবি মুহাম্মদ ফিরোজ হায়দার বলেন, আগামী ২২ ফেব্রুয়ারী সাহিত্য উন্নয়ন পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওইদিন পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের তারিখ হওয়ায় বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হল। সকাল ১০টায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে হামদ-নাত, গজল ও কবিতা প্রতিযোগিতা, সকাল ১১টায় সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখক-লেখিকা এবং আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে আলোচনা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহবান জানানো হয়।

কবি মোল্লা মাজেদ, কবি ও নাট্য ব্যক্তিত্ব মো. এবাদত আলী সেখ, কাব্য পাড়ের সেতু গ্রন্থের লেখক মো. আবুল হাশেম, রোকেয়া রহিম ও শম্পা রহমান প্রমূখ লেখক-লেখিকাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ