নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন ভবন, হল, স্থাপনা ও প্রকল্পের বর্তমান নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোবিপ্রবি রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রিজেন্ট বোর্ডের ৬৪তম সভার ১৮ নাম্বার আলোচ্য সূচির আলোকে নতুন নামকরণের এ সিদ্ধান্ত হয় বলে ওই অফিস আদেশে বলা হয়।
অফিস আদেশে বলা হয়, নোবিপ্রবি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের নাম হবে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম, কেন্দ্রীয় লাইব্রেরির বঙ্গবন্ধু কর্ণারের নাম হবে বাংলাদেশ কর্ণার, দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের নাম হবে সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্প, মেডিকেল সেন্টারের নাম হবে শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম হবে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল।
এর আগে নোবিপ্রবির বিভিন্ন হল, স্থাপনা, ভবন ও প্রকল্পের নাম পরিবর্তনের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করছেন অনেকে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin