জামালপুর প্রতিনিধি
জামালপুরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত শ্রমিক দল নেতা জামালপুরের সরিষাবাড়ীতে জমিজমা সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নামে এক শ্রমিক দল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া।
এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া এলাকার আব্দুল করিম মিয়ার জমিতে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে ও সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি।
পুলিশ জানায়, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মন্ডলের ছেলে আব্দুল করিমের সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সেই জমিতে হাল চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে ধাক্কায় পাশে থাকা কোদালের উপর পড়ে নাকে ও কপালে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin