কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে আটক করে মারধর করেছে ছাত্র-জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের পাশে আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হয় এবং আওয়ামীপন্থি ছাড়া যারা ছিলেন তাদেরকে মারধর করা হয়। এতে অংশ নিয়েছিলেন মাসুম।
এর আগে ১৬ জুলাই দুপুরে ওই জায়গায় শিক্ষার্থীদের ওপর পুলিশের সঙ্গে যুক্ত হয়ে হামলা চালায় ছাত্রলীগ। গুলি করা হয়েছিল আন্দোলনরত ছাত্রদের ওপর। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন ছাত্র রক্তাক্ত হয়। সেখানেও মাসুমের নেতৃত্ব ছিল। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তিনি একাধিক মামলার আসামি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে তাকে।
মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin