আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল করেছে
জামালপুর প্রতিনিধি::
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মশাল মিছিলটি শহরের ফৌজদারি মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস ও যুগ্ন আহবায়ক আফরিন জান্নাত আঁখি।
এ সময় বক্তারা দ্রুত স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আওয়ামী লীগ সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।